বাংলাদেশে এবার বিশ্বপরিবেশ দিবস পালিত হবে ২৫ জুন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’— স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫। এ বছর ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ জুন দেশে আনুষ্ঠানিকভাবে এ দিবস পালন করবে।
অনুষ্ঠানটি রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধান উপদেষ্টা এ দিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন।
প্লাস্টিক দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বপরিবেশ দিবস, ২০২৫-এর প্রতিপাদ্য ও স্লোগান স্ক্রল আকারে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হবে।
ঢাকা/হাসান/বকুল