ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচিবালয়ে গাড়ি ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১০, ২২ জুলাই ২০২৫
সচিবালয়ে গাড়ি ভাঙচুর

সচিবালয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মঙ্গলবার (২২ জুলাই) গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সচিবালয়ে অন্তত কয়েকটি গাড়িতে আঘাত করা হয়েছে। কিছু গাড়ির জানালা ভাঙা এবং গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। সচিবালয়ের কয়েকজন কর্মচারী-কর্মকর্তা জানান, সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছেন।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ঘোষণায় বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হবে।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়