ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ জুলাই ২০২৫  
চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন ঢাকায়

চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন।
 
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে অভিজ্ঞ চিকিৎসকরা। তাদের মধ্যে রয়েছেন- লিউ শুহুয়া (Liu, Shuhua), ইয়াং ফেই (Yang, Fei), লি জে (Li, Ze), ঝাং জিনলি (Zhang Jinli) ও লিউ হুয়ান (Liu, Huan)।

চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনা বিশেষজ্ঞদের এই আগমন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মানবিক দৃষ্টান্ত। বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতার একটি তাৎক্ষণিক প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দুর্ঘটনায় দগ্ধ হয়ে একাধিক রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।

ঢাকা/এএএম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়