ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংলাপের শেষ দিনে আলী রিয়াজ

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৫৬, ৩১ জুলাই ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপে কমিশনের সদস্যরা

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের পথ রাজনৈতিক নেতারাই তৈরি করবেন। কমিশন সেখানে থাকবে অনুঘটক হিসেবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নেন।

আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত প্রায় ১৩টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ অর্থাৎ ভিন্নমতের সুযোগ রয়েছে। আলোচনা শেষে একমত ও ভিন্নমতের তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই সনদে দুটি অংশ থাকবে— একটি ঐকমত্যের বিষয়, অন্যটি রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি। ইতোমধ্যে খসড়া পাঠিয়ে সংশোধনী মতামত চাওয়া হয়েছে এবং তার ভিত্তিতে চূড়ান্ত টেক্সট তৈরি করা হচ্ছে।

আলী রীয়াজ বলেন, আজকের আলোচনায় কিছু অনালোচিত বিষয়েরও নিষ্পত্তি হবে। কিছু বিষয়ে সিদ্ধান্ত ফ্লোর থেকেই নেওয়া হবে। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে। এর পর স্বাক্ষরের জন্য সনদের পরিকল্পনা করা হবে।

গত ২ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছিল। এর উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

এর আগে মার্চ থেকে মে পর্যন্ত প্রথম ধাপের সংলাপে ৫০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছিল। এ প্রক্রিয়ার লক্ষ্য— ২০২৫ সালের মধ্যে একটি জাতীয় সংলাপের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে ঐকমত্য গড়ে তোলা।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়