ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি: সেতু সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৫ আগস্ট ২০২৫  
বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি: সেতু সচিব

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, “বাংলাদেশে আর কোনো বৈষম্যের স্থান নেই, এটাই আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য। দেশপ্রেম, দায়িত্ববোধ ও ন্যায়ের পথে চলাই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।”

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে  মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর  সেতু ভবনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “জুলাই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মানুষের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আমরা যেন সেই চেতনা ভুলে না যাই। যারা জীবন দিয়ে এই পরিবর্তনের পথ দেখিয়েছেন, তাদের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে।”

আলোচনা সভায় সচিব বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আন্দোলনের সময় আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, “সেতু বিভাগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের দায়িত্বে আছে। আমাদের কাজ শুধুই নির্মাণ নয়, বরং ন্যায়, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করাও আমাদের কর্তব্য।”

তিনি আরো বলেন, “আমরা যেন কেউ দায়িত্বে থেকে অন্যায়কে প্রশ্রয় না দিই। সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা যেন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন, সেটাই হোক এই দিবসের অঙ্গীকার।”

সেতু বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বাদ যোহর সেতু ভবন মসজিদে এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সব স্থাপনার মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা এবং দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাক/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়