ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার পরিবারের ১০ সদস্য ভোট দিতে পারবেন না: ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শেখ হাসিনার পরিবারের ১০ সদস্য ভোট দিতে পারবেন না: ইসি সচিব

শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নয় সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব জানান, ‘‘যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক আছে, তারা প্রবাসে বসেও ভোট দিতে পারবেন না।’’

আরো পড়ুন:

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের নয় সদস্যের এনআইডি লক করা হয়। 

এনআইডি লক থাকা সদস্যরা হলেন, শেখ হাসিনা, রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আরো বলেন, ‘‘সংসদ নির্বাচনে দেশভিত্তিক এবং প্রবাসে ভোটের সুযোগ থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন, তবে এ জন্য এনআইডি নম্বর বাধ্যতামূলক। যাদের এনআইডি লক আছে, তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, ফলে ভোট দিতেও পারবেন না।’’ 

তিনি বলেন, ‘‘মামলার কারণে বা অন্য কোনো কারণে কেউ বিদেশে থাকলেও এনআইডি আনলক থাকলে ভোট দিতে পারবে।’’ 

ঢাকা/এএএম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়