ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

আবার ইসির অধীনে এনআইডি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৫২, ৬ অক্টোবর ২০২৫
আবার ইসির অধীনে এনআইডি 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন, যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবার নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ফিরিয়ে দেওয়া হলো। ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯’ সংশোধন করে এ অধ্যাদেশে এনআইডি-সংক্রান্ত তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণের দায়িত্ব ইসিকে দেওয়া হলো।

গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এটি অনুমোদন করে, যার ভিত্তিতে ৫ অক্টোবর রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

এই অধ্যাদেশে মূলত দুটি ধারা সংশোধন করা হয়েছে। ধারা ৩ (৪): নতুনভাবে 'নির্বাচন কমিশন সার্ভিস' গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

ধারা ৪ (২) (ক): এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই অধ্যাদেশ কার্যকর করতে হলে ২০২৩ সালে করা সেই আইন বাতিল করতে হবে, যার মাধ্যমে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছিল।

এর আগে আওয়ামী লীগ সরকার ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ এর মাধ্যমে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়। তবে, ইসি বরাবরই এনআইডি নিজের অধীনে রাখার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সেই আইন বাতিলের সুপারিশ করেছিল।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়