ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ মুগ্ধের বাবা

জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে সংসদে প্রণয়ন করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১০, ১৭ অক্টোবর ২০২৫
জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে সংসদে প্রণয়ন করতে হবে

জুলাই বিপ্লবে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘‘জুলাই সনদকে শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা নয়, বরং আইনি ও সাংবিধানিক দলিল হিসেবে সংসদে প্রণয়ন করতে হবে।’’

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

মীর মোস্তাফিজুর রহমান বলেন, “জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে এই সনদকে সংসদের প্রথম দিন থেকেই কার্যকর করতে হবে। শুধু প্রতীকী ঘোষণায় চলবে না, প্রয়োজন বাস্তব পদক্ষেপ।’’

তিনি বলেন, ‘‘সরকারকে আগে পরিষ্কারভাবে জানাতে হবে, এই সনদের আইনি ভিত্তি কী এবং কার্যকর হওয়ার তারিখ কবে থেকে। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে চাই, এই সনদের প্রতিটি ধারা যেন সংসদে আলোচনার মাধ্যমে আইন হিসেবে স্বীকৃতি পায়।’’

শহীদ মুগ্ধের বাবা বলেন, ‘‘জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবার এবং আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন, জুলাই সনদ যেন শুধু প্রতিশ্রুতির দলিল না থাকে বরং তা সাংবিধানিক স্বীকৃতি পায়। তাদের ভাষ্য, আইনগত ভিত্তি ছাড়া এই সনদ কার্যকর হবে না এবং জনগণের আস্থা অর্জন করতে পারবে না।’’

মীর মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘‘আমাদের সন্তানেরা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে। আমরা চাই, সেই আত্মত্যাগ যেন কেবল কাগজে নয়; বাস্তব নীতিনির্ধারণে প্রতিফলিত হয়।’’

ঢাকা/আসাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়