ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৫৮, ২৮ অক্টোবর ২০২৫
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মিরপুর রোডের ল্যাব এইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা৷ এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পরে। পরবর্তীতে দুই কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে একত্র হতে চাইলে পুলিশ বাধা প্রদান করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পুলিশের লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া জন্য আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এখন মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইডিয়াল কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে এবং সাইন্সল্যাব মোড় ও তৎসংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা/রায়হান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়