খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি, এপিবিএনসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত বিজিবির এক সদস্য রাইজিংবিডি ডটকমকে বলেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সার্বিক নিরাপত্তার জন্য হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে। আরেক প্লাটুন টহলে রয়েছে।”
ঢাকা/রায়হান/এস