‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখাতে হাদিকে গুলি করা হয়েছে’
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের ভয় দেখাতেই হাদিকে গুলি করা হয়েছে। হাদি অভ্যুত্থানের আগে থেকে আজ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের শিনা টান করে কথা বলেছেন।’’
তিনি অভিযোগ করেন, ‘‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে গত কয়েক মাসে সীমান্ত দিয়ে বিভিন্ন পরিচয়ে অনেককে অনুপ্রবেশ করানো হয়েছে।’’
হাদিকে গুলির প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল পরবর্তী জমায়েতে সারজিস এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘‘আমাদের সামনে শুধু নির্বাচনি লড়াই নয়, বাংলাদেশকে রক্ষার লড়াই। শুধু ভোটের লড়াই নয়, যারা বাংলাদেশকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, সারা দেশে সাড়াশি অভিযান চালাতে হবে।’’
‘‘খুনি, সন্ত্রাসী ও তাদের দোসর এবং বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, অগ্রযাত্রা থামাতে চায়, যাদের স্বার্থ বাংলাদেশের স্বার্থের সঙ্গে মিলছে না তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’’- যোগ করেন সারজিস।
তিনি বলেন, ‘‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাইকে বলি, লুতুপুতু করে আগামীর বাংলাদেশে খুনিদের আশ্রয় দিয়ে কখনোই শান্তি ফেরানো সম্ভব নয়। দিনে এক কথা, রাতে এক কথা এই যদি হয় অবস্থা তাহলে আগামীতে কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না।’’
ঢাকা/নাঈম/রাজীব