সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন দাঁড়ালো সোয়া দুই লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত প্রবাসীদের ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সংখ্যা পৌঁছেছে দুই লাখ তেইশ হাজার দুইশত ছত্রিশ। নির্ধারিত ঠিকানায় ভোটপত্র পাঠানোর দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৭ডিসেম্বর) ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে, নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় বিভিন্ন দেশে, যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিসর, মরিশাস, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা ও আরো অনেক দেশে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধিত প্রবাসীরা ভোটপত্র পাবেন ডাকযোগে। ভোটদানের পর ফেরত খামে প্যাক করে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটার টানার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থা।
ঢাকা/এএএম/ফিরোজ