ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আকর্ষণীয় ‘আনলিমিটেড’ অফার রবির

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৮ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আকর্ষণীয় ‘আনলিমিটেড’ অফার রবির

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রি-পেইড গ্রাহকদের জন্য অ্যাকুইজিশন ও বন্ধ সংযোগ চালু করলে উইন-ব্যাক অফার দিচ্ছে দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নতুন  গ্রাহকরা ১৮ বা ৬৮ টাকা রিচার্জ করলে ‘আনলিমিটেড’ভয়েস, এসএমএস ও ইন্টারনেটের বোনাস উপভোগ করতে পারবেন। এছাড়া বন্ধ সংযোগ চালু করলে একই সুবিধা পাবেন গ্রাহক।

প্রতিটি কল করা ও এসএমএস পাঠানোর পর গ্রাহকরা আরো এক মিনিট ও একটি এসএমএস ফ্রি পাবেন।

এছাড়া যেকোন রেগুলার ইনটারনেট প্যাক (৪ মেগাবাইট ও ২৫ মেগাবাইট ইন্টারনেট প্যাক ছাড়া) কিনলে ৫০% বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বর্তমান প্রি-পেইড গ্রাহকরাও ১৮ বা ৬৮ টাকা (ট্যারিফ হবে সারা দিন-রাত প্রতি ১০ সেকেন্ডে ১৫ পয়সা) রিচার্জ করার পর *৮৯৯৯*৪# (মাইগ্রেশন কোড) নাম্বারে ডায়াল করে আনলিমিটেড বোনাস অফারটি উপভোগ করতে পারবেন।

আনলিমিটেড বোনাস ও স্পেশাল কল রেটের মেয়াদ ১৮ টাকা রিচার্জে ৭ দিন (রিচার্জের দিন থেকে) এবং ৬৮ টাকা রিচার্জে ৩০ দিন (রিচার্জের দিন থেকে)। 

এ অফার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী গ্রাহকরা (www.robi.com.bd) অথবা (www.facebook.com/RobiFanz) সাইট ভিজিট করতে পারেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৫/মিথুন/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়