ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন

বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

 

রোববার রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুহসিন রেজা।

 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৪ ঘণ্টায় (২২ মার্চ সন্ধ্যা থেকে ২৩ মার্চ সন্ধ্যা পর্যন্ত) সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ মার্চ সন্ধ্যা থেকে ২৩ মার্চ সকাল পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। এ ছাড়া ২৩ মার্চ সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

 

ঢাকার বাইরে ২৩ মার্চ সকাল থেকে ২৪ ঘণ্টায় জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৩৮ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আরো ৭০ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

 

প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার থেকে ফের  ৭২ ঘণ্টার হরতাল চলছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৫/বাপ্পা/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়