ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আটক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি জানান, আজ বেলা পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শফিউল বারী বাবু।

এ্যানি দাবি করেন, মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার আগে শফিউল বারী বাবু জাতীয় প্রেসক্লাবের পেছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পূর্ব ঘোষিত এ মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে জামিন পেতে আপিল করেছেন তারা আইনজীবীরা।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, অনশন, বিক্ষোভ, মিছিল, কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি পালন করছে বিএনপি।



রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়