ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জামায়াত-বিএনপি দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত: যুবলীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১২ মে ২০২২  
জামায়াত-বিএনপি দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত: যুবলীগ

জামাত-বিএনপি দেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে শক্ত অবস্থানে থাকতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর যুবলীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এ আহ্বান তিনি।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশের স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ও বিপথগামী কিছু সেনার সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়া। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দেশপ্রেমিক অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। স্বাধীনতাবিরোধী রাজাকারদের মন্ত্রিত্ব দিয়েছেন। তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে এ দেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন। জিয়াউর রহমান এ দেশের যুবসমাজকে মাদক আর অস্ত্র দিয়ে ধ্বংস করেছিলেন।’

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘যখন গণতন্ত্র, মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছিল, সে সময়ে আলোর ঝলকানি হয়ে ১৯৮১ সালে স্বদেশে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে ফিরিয়ে এনেছেন গণতন্ত্র, দাঁড়িয়েছেন নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের পাশে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে।’

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি জাফর ইকবাল, মো. জলিলুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-দপ্তর সম্পাদক এইচ এম কামরুজ্জামানসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়