ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:০২, ২৫ অক্টোবর ২০২৩
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক

গত আড়াই মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড থেকে বিদেশে নেওয়ার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও আইনগত কারণে তা সম্ভব হয়নি। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক ঢাকায় আসছেন বলে জানা গেছে।

দ্রুতই যুক্তরাষ্ট্র থেকে তিন জন চিকিৎসক আসার কথা রয়েছে। যে তিন জন চিকিৎসক আসছেন তারা হলেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন  করা হয়েছে। তিনি দীর্ঘ আড়াই মাসের অধিক সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে। 

বিএনপি একটি সূত্র থেকে জানা গেছে, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তিন জন চিকিৎসক যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসবেন।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

প্রসঙ্গত, সবশেষ গত ৯ আগস্ট বেগম খালেদা জিয়ার শরীর খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। লিভার সিরোসিস, আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এছাড়া তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়