ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবদলনেতা কামাল আনোয়ার কারামুক্ত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪  
যুবদলনেতা কামাল আনোয়ার কারামুক্ত 

এক সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পেলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-যোগাযোগ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম দুলু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল নেতা সোহেল রানা, নিশান রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদসহ অনেকে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণকালে উত্তরা পূর্ব থানা পুলিশ যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়