ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তুত আ.লী‌গের সভাস্থল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ জুন ২০২৪  
প্রস্তুত আ.লী‌গের সভাস্থল

প্রস্তুত সভামঞ্চ (ছবি: রাইজিংবিডি) 

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষে দল‌টির আ‌য়ো‌জন‌ে আলোচনা সভার জন্য প্রস্তু‌তি শেষ হ‌য়ে‌ছে। বি‌কেলে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আলোচনা সভার অনুমতি পেয়েছে দলটি। ১৯ শর্ত‌ে ডিএমপি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই আলোচনা সভার অনুমতি দিয়েছে।

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

সভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্প‌াদক মো. হুমায়ুন কবির।

পার‌ভেজ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়