ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৩, ২৫ আগস্ট ২০২৪
ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল বহিষ্কার

শিমুল আহমেদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

এতে বলে হয়, শিমুল আহমেদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। শিমুল আহমেদের কোনো অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না।

এ সময় আরও জানা যায়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে শিমুলের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা যাচ্ছে। দলের সব কার্যক্রম ও পদ থেকে যুবদল নেতা শিমুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে শিমুল আহমেদ জানিয়েছেন, ‘তাকে বহিষ্কার করা হয়নি।’

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়