ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধানের শীষের প্রচারণায় সাবেক ফুটবলারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৩ জানুয়ারি ২০২৬  
ধানের শীষের প্রচারণায় সাবেক ফুটবলারা

ঢাকা-১৬ আসনে প্রচারণা চালাচ্ছেন আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া ও ভালোবাসায় সিক্ত হন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন আমিনুল হক।

আরো পড়ুন:

গণসংযোগকালে আমিনুল হক ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা, এখানেই আমার খেলাধুলার জীবন। এই এলাকার প্রতিটি অলিগলি আমার চেনা। আমি কোনো ফাঁকা প্রতিশ্রুতি দিতে আসিনি। দীর্ঘদিন মানুষের সঙ্গে উঠান বৈঠক করে যে সমস্যাগুলো জেনেছি, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করাই আমার লক্ষ্য।”

তিনি আরো বলেন, “আমার পরিকল্পনাগুলো একক সিদ্ধান্ত নয়। এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেই এগুলো চূড়ান্ত করেছি। ইনশাল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে আমি এসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।”

এ সময় তাঁর প্রচারণায় সংহতি প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। পাশাপাশি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ, বেলাল, উজ্জ্বল ও জাহিদ পারভেজ চৌধুরীসহ আরো অনেকে প্রচারণায় অংশ নেন।

সাবেক ফুটবলারদের সরব উপস্থিতি এবং আমিনুল হকের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরিচিত ক্রীড়াবিদদের কাছ থেকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। প্রচারণাকালে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজারো সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মিছিল, স্লোগান ও গণসংযোগে মুখরিত হয়ে ওঠে পুরো মিরপুর এলাকা।

প্রচারণার অংশ হিসেবে ভোটারদের হাতে নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট তুলে দিয়ে প্রথম দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ঢাকা/আলী/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়