ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

রুয়েটে আবিষ্কার হলো অটোমেটিক রুম কন্ট্রোল সিস্টেম

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
রুয়েটে আবিষ্কার হলো অটোমেটিক রুম কন্ট্রোল সিস্টেম

খন্দকার মারছুছ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ কৌশল বিভাগের ছাত্ররা আবিষ্কার করলেন ডিজিটাল রুম নিয়ন্ত্রন ব্যবস্থার।

যেখানে ডোর লক সিস্টেম, ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা, লাইট, ফ্যান,শীততাপ নিয়ন্ত্রন যন্ত্রসহ  ঘরের সব কিছুই নিয়ন্ত্রন করা সম্ভব। আবিষ্কারকরা হলেন রুয়েটের তড়িৎ কৌশল বিভাগের ছাত্র মো. আব্দুর রাজ্জাক জনি এবং বিপ্লব হোসেন।

যন্ত্রটি আবিষ্কারের সুফলতা সম্পর্কে বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম শেখ বললেন, ‘এ যন্ত্রটি রুম নিয়ন্ত্রন ব্যবস্থায় এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে, যা ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

প্রকল্প তৈরী কারক দলটির মতে যন্ত্রটি ব্যবহারের ফলে যে সকল সুবিধা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে  ডোর লক সিস্টেম। যার মাধ্যমে ডিজিটাল সংকেতের মাধ্যমে সংয়ক্রিয়ভাবে দরজা তালাবদ্ধ এবং খোলা যাবে। খোলার জন্য শুধু প্রয়োজন হবে একটি গোপন সংখ্যা। এর সাথে অতিরিক্ত নিরাপত্তার কথা বিবেচনা করে যোগ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা। যেটি আঙ্গুলের ছাপ থেকে ব্যাক্তি সনাক্ত করে রুমের দরজা খুলে দিবে। এছাড়া এই যন্ত্রের সাথে ফ্যান, লাইট , শীতাতপ নিয়ন্ত্রনযন্ত্র যন্ত্র জুড়ে দিলে এগুলোও চলে যাবে তারবিহীন ব্যবস্থায়। সবগুলো নিয়ন্ত্রন করা যাবে রিমোট কন্টোল দিয়ে।

আবার এগুলোর সাথে যুক্ত করা হয়েছে মোবাইল ফোনকেও। ফলে কেউ বাসার ফ্যানটিকে অফ করতে ভূলে সেই চাইলেই অফিসে বসেই মোবাইল ফোন দিয়েই অফ করে দিতে পারবে রুমের ফ্যানটি। আবার বাসাতে পৌঁছানের আগেই কমাইন্ডেই মোবাইল ফোনের মাধ্যমে শীততাপ নিয়ন্ত্রন যন্ত্রটি চালু করা যাবে।

এছাড়া যন্ত্রটির সাথে কিছু অতিরিক্ত আলোক, তাপমাত্রা নিয়ন্ত্রলকারী সংবেদনশীল যন্ত্রাংশ যোগ করা হয়েছে। যার ফলে তাপমাত্রার নির্দিষ্ট ধাপে আসলে সংক্রিয়ভাবে ফ্যান কিংবা শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আবার সূর্যের আলো ঘরে প্রবেশের সাথে সাথেই রুমের আলোক ব্যবস্থাগুলোও সংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।   

যন্ত্রটি ব্যবহারের খরচ সম্পর্কে তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক মো: সামিউল হাবিব জানান, ‘রুম নিয়ন্ত্রন ব্যবস্থাটি বানিজ্যিকভাবে উৎপাদন করা হলে খুব কম মূল্যে উচ্চমানের সেবা পাওয়া সম্ভব।’

প্রকল্পটি নিয়ে গতকাল একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

টিএই

 

রাইজিংবিডি২৪.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়