ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরমে চুল বাঁধার কয়েকটি স্টাইল

মুমতাহিনা হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ১১ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গরমে চুল বাঁধার কয়েকটি স্টাইল

মডেল: আচঁল, রুপা, নুসরাত। ছবি: অপূর্ব খন্দকার

মুমতাহিনা হক : বাইরে অসহ্য গরম সঙ্গে ঘাম, খুবই অস্বস্তির আবহাওয়া। এ কারণে অনেকেই চুল ছোট করে ফেলার প্রয়াসে থাকেন যাতে গরম থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু এত সাধনার লম্বা চুল কেটে ফেলার মায়ায় তা কাটা হয় না। অথচ আপনার চুল বাধার স্টাইলই কিন্তু আপনাকে দিতে পারে স্বস্তি। আজ তাই দেওয়া হলো এই গরমে চুল বাঁধার কয়েকটি পদ্ধতি।

 

পনিটেল:  গরমে একটু উঁচু করে চুল বাঁধতে চাইলে পনিটেল সবচেয়ে সহজ উপায়। অপেক্ষাকৃত গোল মুখের সঙ্গে পনিটেল বেশি ভালো লাগে। নানা নামে পনিটেলের আছে রকমফের। সহজে এবং তাড়াতাড়ি চুল বাঁধার উপায় হলো পনিটেল। ছোট কাঁকড়া ক্লিপ বা পাঞ্চ ক্লিপ দিয়ে কিছু চুল আটকে পুরো চুলটা পনিটেল করে রাখা যায়। চাইলে সামনের চুলগুলো টুইস্ট করে আটকে নিন। আবার সব চুল টেনে উঁচু করে পনিটেল করতে পারেন।

 

রিবন টুইস্ট: পুরো চুল আঁচড়ে মাথার একপাশে নিয়ে আসতে হবে। যে পাশে চুল থাকবে না, সেই পাশে পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এবার একপাশে আনা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে হবে। পনিটেল করা চুলগুলো কালো ফিতা দিয়ে পেঁচিয়ে নিচের দিকের কিছুটা গোছা ছেড়ে রাখতে হবে। গরমের সময় সালোয়ার-কামিজ কিংবা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে এই চুল বাঁধা খুব মানায়।

 

ফ্রেঞ্চ বেণি: ফ্যাশনে ফ্রেঞ্চ বেণির বেশ কদর রয়েছে। ছোট-বড় সব সাইজের চুলেই এ বেণি খুব সুন্দরভাবে করা যায়। ফ্রেঞ্চ বেণি করতে হলে প্রথমেই চুলগুলো ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে। এরপর মাথার ওপরের মাঝখানের অল্প কিছু চুল নিয়ে তা তিন ভাগে ভাগ করতে হবে। সেই চুল দিয়েই কপালের সামনে থেকে বেণি শুরু হবে। কিছুদূর বেণি করার পর বাকি চুলগুলো থেকে আবার আঙুলের সাহায্যে মাথার উভয় পাশ থেকে অল্প কিছু চুল নিয়ে আগের বেণির সঙ্গে যোগ করতে হবে। এভাবে পর্যায়ক্রমে অল্প করে চুল নিয়ে ঘাড় পর্যন্ত আসবে। এরপর নিচের দিকের লম্বা চুলগুলো নিয়ে পুরো চুল বেণি করে নিতে হবে। চাইলে সামনের দিকে চুলগুলো একটু ফুলিয়ে নিয়ে ওই বেণিটি করতে পারেন। সেই সঙ্গে কপালে কয়েকটি চুল থাকলে ভালো লাগবে। সালোয়ার-কামিজ কিংবা জিন্স-টপ যে কোনো পোশাকের সঙ্গে এ স্টাইলটি বেশ মানানসই।

 

খোঁপা: যাদের চুল খুব বেশি লম্বা তারা সহজেই করে ফেলতে পারেন খোঁপা। অনেকেই কয়েক প্যাঁচ দিয়ে খোঁপা করে থাকেন। সুতি শাড়ির সঙ্গে এই খোঁপা খুব মানায়। খোঁপার পাশেই যদি গুঁজে দেওয়া যায় বেলি ফুলের মালা, তবে তো কথাই নেই। গরমে স্বস্তি আর ফ্যাশন হবে একই সঙ্গে। প্রয়োজন মনে করলে স্প্রে দিয়ে চুল আটকে নিন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়