অলি আহাদ অধিকার আদায়ে লড়াই করেছেন
রেজা || রাইজিংবিডি.কম
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, ভাষা সৈনিক অলি আহাদ আজীবন দেশের জন্য ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি ছিলেন দুঃসাহসী ও চিরবিদ্রোহী রাজনীতিবিদ।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ন্যাপ কার্যালয়ের যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
ভাষা সৈনিক অলি আহাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা।
গোলাম মোস্তফা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রাণীত করেছিলেন অলি আহাদ। তিনি মায়ের ভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিলেন, মহান মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছিলেন। দেশ ও জাতির কল্যাণ ছাড়া তার মাথায় অন্যকিছু ছিল না। তিনি আজীবন সংগ্রাম প্রিয় মানুষ ছিলেন। তার দেশপ্রেম জাতিকে মুগ্ধ করেছিল।
দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার বলতে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘চারদিকে ভয়ভীতি আর দুঃশাসনের মধ্যে আমাদের প্রতিটি মুহুর্ত কাটাতে হচ্ছে। জাতিকে এখান থেকে মুক্ত করতে হলে অলি আহাদের মত দেশপ্রেমিক ও সাহসী নাগরিক হতে হবে।
নগর যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাপ যুগ্ম মহাসচিব নুরুল আমান চৌধুরী টিটো, সম্পাদক মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, বাসন্তি বরুয়া বাবলী, সদস্য সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল কাউছারী, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৬/রেজা/সাইফ
রাইজিংবিডি.কম