ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

অ্যাশেজের দুই ‘কিং পেয়ার’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাশেজের দুই ‘কিং পেয়ার’

উইলিয়াম অ্যাটওয়েল ও রায়ান হ্যারিস

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছে ৫-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ায় এবারের অ্যাশেজের ফল কী হবে, সেটা সময়ই বলে দেবে। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে টেস্ট ক্রিকেটের অভিজাত দুই দল। অ্যাশেজ পুনরুদ্ধারে এরই মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে ইংলিশরা।

অ্যাশেজে সাফল্য, ব্যর্থতা, ব্যতিক্রমধর্মী ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে রাইজিংবিডি ডটকম। আজ প্রথম পর্বে থাকছে ‘কিং পেয়ার’।

অ্যাশেজের দীর্ঘ ইতিহাসে মুখোমুখি প্রথম বলে আউট হয়েছেন অনেক ব্যাটসম্যানই। তবে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়েছেন মাত্র দুজন।

দুই ইনিংসেই প্রথম বলে আউট হওয়াকে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ‘কিং পেয়ার’। অ্যাশেজের দুই ‘কিং পেয়ার’ ‘কীর্তি’র মালিক ইংল্যান্ডের উইলিয়াম অ্যাটওয়েল ও অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস।

১৮৯২ সালের অ্যাশেজে সিডনি টেস্টে দুই ইনিংসেই প্রথম বলে আউট হন অ্যাটওয়েল। প্রথম ইনিংসে তিনি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার হ্যারি ট্রটের বলে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে আউট হন পেসার জর্জ গিফিনকে ফিরতি ক্যাচ দিয়ে।

১১৮ বছর পর অ্যাটওয়েলের পাশে নাম লেখান হ্যারিস। ২০১০ অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে হ্যারিস দুই ইনিংসেই প্রথম বলে এলবিডব্লিউ হন। প্রথম ইনিংসে তাকে আউট করেন স্পিনার গ্রায়েম সোয়ান, আর দ্বিতীয় ইনিংসে পেসার জেমস অ্যান্ডারসন।

অ্যাটওয়েলের ‘কিং পেয়ার’ শুধু অ্যাশেজে নয়, টেস্ট ইতিহাসেই প্রথম। সব মিলিয়ে টেস্টে এমন দুর্ভাগ্য সঙ্গী করেছেন ২০ জন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাভেদ ওমরও। সর্বশেষ ‘কিং পেয়ার’ পেয়েছেন শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ, এ বছরের সেপ্টেম্বরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে।




রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়