ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২ মে ২০২৪   আপডেট: ১০:০৪, ২ মে ২০২৪
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করায় জাকির হোসেন (২৭) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম। এর আগে, বিকেলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার নুর ইসলামের ছেলে এবং জিয়া পুকুর বিনোদন কেন্দ্রের পাহারাদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসে থাকা ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন জাকির। ছাত্রীরা অভিযোগ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অভিহিত করেন। পরে পুলিশ বুধবার বিকেলে জাকির হোসেনকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। সে সময় জাকির হোসেন দায় স্বীকার করায় ভ্রমমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। জাকির তাৎক্ষণিক ১ হাজার টাকা পরিশোধ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আতাউল খান বলেন, ছাত্রীনিবাসের এক ছাত্রী ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করেন। সেটি প্রমাণ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। এর আগেও, ওই যুবক ছাত্রীনিবাসের সামনে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করেছে বলে অভিযোগ ছিল। এজন্য বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়