ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২ মে ২০২৪   আপডেট: ০৯:৪১, ২ মে ২০২৪
নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেত্রী

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে  প্রার্থী হওয়ায় কেরানীগঞ্জ মডেল থানা  বিএনপির সহ-সভাপতি মোসা. সাবেরা বেগমকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাবেরা বেগমের বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে সাবেরা বেগম বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণ চেয়েছে বলেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। দল আমাকে বহিষ্কার করেছে। দলের আদেশ আমি মেনে নিয়েছি। কিন্তু আমি বিএনপিকে যেভাবে ভালোবাসতাম সেভাবেই ভালোবেসে যাবো। আমি সকল ভেদাভেদ ভুলে জনগণের পাশে থাকতে চাই। 

তিনি কেরানীগঞ্জবাসীকে ফুটবল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি বিগত পাঁচ বছর  ভোটে নির্বাচিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবায় ছিলাম৷ আমি আবারও আপনাদের সেবা করার জন্যই প্রার্থী হয়েছি৷ 

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে বিএনপির রাজনীতি করেছি, যতদিন রাজনীতি করবো ততদিন বিএনপির রাজনীতি করে যাবো৷

অনিক/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ