ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধেই এলো সাত গোল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধেই এলো সাত গোল

দীর্ঘদিন পর একাদশে ফিরে হ্যাটট্রিকের দেখা পেলেন বরুশিয়া ডর্টমুন্ডের জর্ডন স্যাঞ্চোর।  তার দুর্দান্ত ফুটবলে রোববার রাতে বরুশিয়া স্রেফ উড়িয়ে গিয়েছে পেডারবোর্নকে।

ম্যাচে ৬-১ গোলে জয় পেয়েছে বুন্দেসলিগার শীর্ষ দলটি। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লিগ চালুর পর এবার প্রথম মাঠে নামলেন স্যাঞ্চোর। শতভাগ ফিটনেসের নিশ্চয়তা পাওয়ার পরই ইংলিশ ফুটবলারকে দেখা যায় সবুজ গালিচায়। প্রথম সুযোগেই বাজিমাত করেন এ ফরোয়ার্ড। হ্যাটট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়ার জায়গা পাকাপাকি করেছেন।

পেডারবোর্নের মাঠে দুই দলের প্রথমার্ধের লড়াইয়ে ছিল চরম নাটকীয়তা। ম্যাচে সাত গোল হলেও প্রথমার্ধের লড়াইয়ে কোনও দলই গোল করতে পারেনি। ফরোয়ার্ডরা একাধিক সুযোগ নষ্ট করছেন। আবার বারপোস্টে লেগে বল ফিরে আসায় গোলের খাতা খোলা হয়নি বরুসিয়ার।
 

তবে দ্বিতীয়ার্ধে সব পাল্টে যায়। ৫৪ মিনিটে বরুসিয়াকে এগিয়ে নেন থর্গান হ্যাজার্ড । এরপর স্যাঞ্চোর নিজের কারিশমা দেখান। ৫৭, ৭৪ ও ৯১ মিনিটে গোল করেন এ ফরোয়ার্ড। মাঝে হাকিমি ও মার্সেল শ্মেলজারের পা ছুঁয়েও আসে গোল।

স্বাগতিক দর্শকদের মুখ রক্ষা করেন উয়ে হেনিমিয়ার। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এ জার্মান ফুটবলার। এদিকে এ ম্যাচের হ্যাটট্রিক দিয়ে বুন্দেসলিগায় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৩০ গোল করার রেকর্ডও গড়েছেন স্যাঞ্চোর।

জয় পেলেও বরুশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। ২৯ ম্যাচে ২১ জয়ে বায়ার্নের পয়েন্ট ৬৭। বরুসিয়ার সমান ম্যাচে ১৮ জয় নিয়ে পয়েন্ট ৬০।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়