ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বরূপে ফিরল শাহবাগ আন্দোলন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
স্বরূপে ফিরল শাহবাগ আন্দোলন

স্টাফ রিপোর্টার

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন বলে জানিয়েছেন শাহবাগের তরুণরা। শুক্রবার সারাদেশে ধর্ম ভিত্তিক সমমনা দলগুলোর তাণ্ডবের প্রতিবাদে লাগাতার আন্দোলনের এ ঘোষণা দেয়া হয় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে। এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে বিকেল ৩ টায় সমাবেশ করবেন আন্দোলনকারীরা। আর রবিবারের হরতাল প্রতিরোধের ঘোষণাও দেন তারা।

এদিকে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন আজ দুপুর ২টা পর্যন্ত চলে। এরপর আন্দোলনকারীরা রায়ের বাজার বদ্ধভূমিতে মহাসমাবেশে যোগদান করেন বলে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্যরা জানান।


ডা. ইমরান এইচ সরকার সাংবাদিকদের জানান, ‘শুক্রবার জামায়াত-শিবির ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা দেখিয়েছে। তারা শহীদ মিনার, গণজাগরণ মঞ্চে ভাঙচুর ও আগুন দিয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে আজ সারাদেশ জেগেছে। এ দেখে তারা উত্তেজিত হয়ে উঠেছে। তাই তাদের প্রতিহত করতে আমরা আবারও রাজপথে অবস্থান নিয়েছি।’

তবে বৃহস্পতিবারের মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার রায়ের বাজার বধ্যভূমিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হবে।

আল্লাহ, পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ সারাদেশের মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি দেয় সমমনা ইসলামী ১২ দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এসময় তারা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ ব্যাপক তাণ্ডব চালায়। পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে ১২ দলের নেতাকর্মীরা। তারা শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে ব্যাপক ভাঙচুর ও আগুন দিয়েছে। দেশব্যাপী সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আন্দোলনের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার আপাতত কর্মসূচি স্থগিত করেন। শনিবার সকাল ১০ টায় ফের প্রজন্ম চত্বরে আন্দোলন শুরু হবে বলে জানান তিনি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন শুরু করেন ছাত্রজনতা। টানা ১৮ দিন শাহবাগের প্রজন্ম চত্বরে চলে এ আন্দোলন। ধীরে ধীরে এ আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিদেশেও সৃষ্টি হয় গণজাগরণ। বর্তমানে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে গিয়ে ঠেকেছে এ আন্দোলন। এর মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ ও তাদের প্রতিষ্ঠান বন্ধের দাবি রয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ছাত্রজনতা। এছাড়া ছয় দফা দাবি আদায়ে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা  করেছে তারা।

 

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়