২০২০ সালে মেসির যত চ্যালেঞ্জ
প্রতিটি বছর নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শুরু করেন খেলোয়াড়রা। বার্সেলোনা তারকা লিওনেল মেসিও তার ব্যতিক্রম নয়। গেল বছরটি অসাধারণ কাটিয়েছেন ফুটবলের এই জাদুকর। প্রতিবছরের ন্যায় রেকর্ড বইতে ঘষামাজা করেছেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সরিয়ে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন। এ বছরও মেসির সামনে থাকছে নতুন কিছু চ্যালেঞ্জ। রাইজিংবিডির পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো।
পেলেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ :
কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে প্রতিযোগিতা মূলক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গতে পারেন এই বছর। বর্তমানে রেকর্ডটি কিংবদন্তি ফুটবলার পেলের দখলে রয়েছে। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে এই ব্রাজিলিয়ান ৬৪৩ গোল করেন। আর বার্সেলোনার হয়ে মেসির গোল ৬১৮টি। চলতি বছরে মাত্র ২৬ গোল করলে রেকর্ডটি নিজের করে নিবেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।
আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জয় :
ক্লাব ফুটবলে সম্ভব সব শিরোপাই জিতেছেন মেসি। ২০০৮ সালে অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জিতেছেন। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শিরোপা জেতা হয়নি তার। চলতি বছর কোপা আমেরিকা শিরোপা জেতার মাধ্যমে সে আক্ষেপ ঘোচাতে পারেন সময়ের সেরা এই ফুটবলার। এই বছর কোপা আমেরিকার ৪৭তম আসর অনুষ্ঠিত হবে যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়াতে।
পঞ্চম চ্যাম্পিয়নস লিগ শিরোপা :
আর্জেন্টাইন অধিনায়ক এ পর্যন্ত চারবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। সর্বশেষটি জেতেন ৫ বছর আগে। এবার শিরোপা জিততে মরিয়া মেসির বার্সেলোনা। সে লক্ষ্য পূরণ হলে পাঁচবার ইউরোপ সেরার শিরোপার স্বাদ নেয়া হবে মেসির। সেক্ষেত্রে রেকর্ড ছয়বার জয়ী রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফ্রান্সিসকো গেন্তোর আরও কাছে চলে যাবেন লিওনেল মেসি ও তার সতীর্থ জেরার্ড পিকে।
কোপা দেল’রেতে শিরোপার রেকর্ড :
কোপা দেল’রেতে সবচেয়ে সফল দল বার্সেলোনা। সর্বোচ্চ ৩০ বার কোপার শিরোপার স্বাদ নিয়েছে ক্লাবটি। দলটির হয়ে মেসি শিরোপা জিতেছেন ৭ বার। আর একবার জিতলে কোপায় সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড স্পর্শ করবেন মেসি। বর্তমানে অ্যাটলেটিকো বিলবাওয়ের হোসে মারি বেলউস্তে এবং অগাস্টিন পিরু গাইঞ্জা সর্বোচ্চ ৮টি শিরোপা জিতে শীর্ষে আছেন।
সপ্তম ব্যালন ডি’অর :
ব্যালন ডি’অরের ইতিহাসে রেকর্ড ছয় বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। এবার তার সামনে সংখ্যাটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।
টানা চতুর্থ ও রেকর্ড সপ্তম গোল্ডেন শু :
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গত বছর টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জিতেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রেকর্ড ছয়বার সর্বোচ্চ গোলতাদার পুরস্কার তার দখলে। এবার টানা চতুর্থবার ও রেকর্ড সপ্তমবারের মতো জেতার সুযোগ থাকবে মেসির সামনে।
রেকর্ড পিচিচি ট্রফি জয়ের হাতছানি :
এ নিয়ে ছয়বার স্পেনের শীর্ষ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। সমান ছয়টি পিচিচি ট্রফি আছে অ্যাটলেটিকো বিলবাওয়ের তেলমো সাররার। এবার মেসির সামনে সুযোগ থাকছে রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার।
বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ক্লাসিকো খেলার রেকর্ড :
গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ দিয়ে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ৪২টি ‘এর ক্লাসিকো’ খেলার রেকর্ডে ভাগ বসান মেসি। বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ক্লাসিকো খেলার রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ থাকছে মেসির সমানে। সব মিলিয়ে ৪৩টি ক্লাসিকো খেলার রেকর্ড রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের।
ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপার রেকর্ড :
বার্সার হয়ে এ পর্যন্ত ৩৪টি মেজর শিরোপা জিতেছেন মেসি। আর ৩টি জিতলে নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রায়ান গিগসের (৩৬) শিরোপার রেকর্ড ছাড়িয়ে যাবেন ফুটবল জাদুকর।
ঢাকা/কামরুল/আমিনুল
রাইজিংবিডি.কম