ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০১:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

সিরিজ শুরুর ১০ দিন আগে তারা বাংলাদেশে এসেছে। সফরকারীদের আগেভাগে আসার কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান। বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়। তবে এই ক্যাম্পে থাকবেন না আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান।

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত থাকায় রশিদ বাংলাদেশে আসেননি। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন। ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার কথা রয়েছে। জাতীয় দলের সিরিজের জন্য পিএসএলের প্লে-অফ মিস করবেন এই লেগ স্পিনার।

বিপিএলেও খেলছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। নিজ দলের খেলা শেষে তারা যোগ দেবেন দলের সঙ্গে। আফগানিস্তান ক্রিকেট দল এখনও দল ঘোষণা করেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গেল, ২২ সদস্যের দল শনিবার রাতে ঢাকায় পৌঁছায়।

বিকেলে ঢাকায় পৌঁছে সিলেটে যাওয়ার কথা থাকলেও তাদের ফ্লাইট পিছিয়ে যায়। এজন্য রাতে ঢাকায় অবস্থান করছেন অতিথিরা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। সিলেটের দুটি মাঠ ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে সিলেটের মূল মাঠে। এরপর চট্টগ্রামে চলে যাবে সফরকারী দল। সেখানেই হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারটায়। ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচ। ঢাকা/ইয়াসিন

ইয়ামিন/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়