বিশ্বকাপ ইতিহাসের বড় জয়
ফুটবল খেলায় একটি বল নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায় ২২ জন। গোল না হলে কি চলে? হরহামেশাই বল জালে জড়াচ্ছে, এমনটা দেখার প্রত্যাশা নিয়ে গ্যালারি বা টিভি সেটের সামনে বসেন দর্শকরা। তাদের মাতাতে উন্মুখ হয়ে থাকেন ফুটবলাররাও। অবশ্য মুখ্য কারণ থাকে দলকে জেতানো।
তা এই গোল দেওয়ায় ফিফা বিশ্বকাপে সবচেয়ে রোমাঞ্চ ছড়িয়েছে কোন ম্যাচ? এজন্য চলে যেতে হবে অনেক পেছনে। ১৯৫৪ সালের কোয়ার্টার ফাইনালে হয়েছিল ১২ গোল, থিওডোর ওয়াগনারের হ্যাটট্রিকে অস্ট্রিয়া ৭-৫ গোলে হারায় সুইজারল্যান্ডকে। সুইশদের হয়ে জোসেফ হুগিও করেন হ্যাটট্রিক।
১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে সবচেয়ে বেশি গোল হয়েছিল আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচে। গ্রুপে ৯ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৬-৩ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা।
সবচেয়ে বেশি ব্যবধানে জয় ৯ গোলের, যা হয়েছিল তিনবার। ১৯৮২ সালে গ্রুপ ম্যাচে হাঙ্গেরি ১০-১ গোলে হারায় এল সালভাদরকে। এছাড়া ১৯৫৪ সালে তারাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতেছিল ৯-০ গোলে। একই স্কোরে জায়ার (ডিআর কঙ্গো) হারে যুগোস্লাভিয়ার কাছে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের ১০ ম্যাচ
১৯৩০ আর্জেন্টিনা ৬-৩ মেক্সিকো গ্রুপ পর্ব
১৯৩৮ ব্রাজিল ৬-৫ পোল্যান্ড শেষ ষোলো
১৯৫৪ হাঙ্গেরি ৯-০ দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব
১৯৫৪ হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি গ্রুপ পর্ব
১৯৫৪ পশ্চিম জার্মানি ৭-২ তুরস্ক গ্রুপ পর্ব
১৯৫৪ অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল
১৯৫৮ ফ্রান্স ৭-৩ প্যারাগুয়ে গ্রুপ পর্ব
১৯৫৮ ফ্রান্স ৬-৩ পশ্চিম জার্মানি তৃতীয় স্থান নির্ধারণী
১৯৭৪ যুগোস্লাভিয়া ৯-০ জায়ার (ডিআর কঙ্গো) গ্রুপ পর্ব
১৯৮২ হাঙ্গেরি ১০-১ এল সালভাদর গ্রুপ পর্ব
বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়
১৯৮২ হাঙ্গেরি ১০-১ এল সালভাদর গ্রুপ পর্ব
১৯৫৪ হাঙ্গেরি ৯-০ দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব
১৯৭৪ যুগোস্লাভিয়া ৯-০ জায়ার (ডিআর কঙ্গো) গ্রুপ পর্ব
১৯৫০ উরুগুয়ে ৮-০ বলিভিয়া গ্রুপ পর্ব
২০০২ জার্মানি ৮-০ সৌদি আরব
১৯৫৪ তুরস্ক ৭-০ দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব
১৯৫৪ উরুগুয়ে ৭-০ স্কটল্যান্ড গ্রুপ পর্ব
২০১০ পর্তুগাল ৭-০ উত্তর কোরিয়া গ্রুপ পর্ব
১৯৫০ ব্রাজিল ৭-১ সুইডেন ফাইনাল রাউন্ড
২০১৪ ব্রাজিল ১-৭ জার্মানি সেমিফাইনাল
ঢাকা/ফাহিম