ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি হ্যারি পটার নই: র‌্যাশফোর্ডের পরিবর্তন নিয়ে টেন হ্যাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:৫০, ২৮ জানুয়ারি ২০২৩
আমি হ্যারি পটার নই: র‌্যাশফোর্ডের পরিবর্তন নিয়ে টেন হ্যাগ

সর্বত্র প্রশংসিত মার্কাস র‌্যাশফোর্ড। গত মৌসুমের সঙ্গে এবার মেলানোই যাচ্ছে না তাকে। বদলে গেছেন পুরোপুরি। আছেন ফর্মের তু্ঙ্গে। তবে এই বদলে যাওয়ার কৃতিত্ব একদমই নিচ্ছেন না তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ।

ম্যানচেস্টার ক্লাবের হয়ে এই মৌসুমে চমৎকার রূপে র‌্যাশফোর্ড। লিগে করেছেন ৯ গোল, কারাবাও কাপে চার ম্যাচে পাঁচটি। গত মৌসুমের ব্যর্থতাকে ভুলিয়ে দিয়েছেন। অনেকের বিশ্বাস, এর পেছনে অবদান টেন হ্যাগের। কিন্তু ডাচ কোচ বলেন, তার কোনো কৃতিত্ব নেই। প্রখ্যাত ঔপন্যাসিক জে.কে. রাউলিংয়ের চরিত্র হ্যারি পটারের মতো এমন কোনো জাদু করেননি যে, ইংলিশ ফরোয়ার্ডকে বদলে দিয়েছেন।

আরো পড়ুন:

এফএ কাপে রিডিংয়ের মুখোমুখি হওয়ার আগের সংবাদ সম্মেলনে টেন হ্যাগ বললেন, ‘আমি হ্যারি পটার নই। এটা শুধু আত্মবিশ্বাস। প্রত্যেক খেলোয়াড়কে নিজে থেকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আপনাকে এটার জন্য লড়তে হবে।’

র‌্যাশফোর্ডকে শুধু বদলে যাওয়ার পথ দেখিয়েছেন ম্যানইউ কোচ, ‘অবশ্যই আমি ও আমার কোচিং স্টাফরা কাঠামো তৈরি করেছে, বিশেষ করে তার খেলার ধরন নিয়ে। আমরা তাকে কিছু কাজ দিয়েছিলাম যা সঠিক অবস্থানে আসতে তার দরকার ছিল। কিন্তু দিন শেষে এটা তার খেলার ওপর নির্ভর করে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়