ঢাকা     বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৭ ১৪২৯

আরবে ক্যারিয়ার শেষ নয়, ইউরোপে ফিরবেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:২৬, ৩১ জানুয়ারি ২০২৩
আরবে ক্যারিয়ার শেষ নয়, ইউরোপে ফিরবেন রোনালদো!

সৌদি আরব অধ্যায় শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে ফিরবেন, এমন আশা আল নাসের কোচ রুডি গার্সিয়ার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে।

কয়েকটি সূত্র গত সপ্তাহে ইএসপিএনকে জানায়, আল নাসেরের হর্তাকর্তাদের আশা রোনালদো তার চুক্তির মেয়াদ বাড়িয়ে সৌদি আরবেই অবসর নেবেন। তবে গার্সিয়া বললেন, তার দৃঢ় ধারণা ক্যারিয়ার শেষ করার আগে পর্তুগিজ তারকা ইউরোপে ফিরে যাবেন।

গার্সিয়া বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ইতিবাচক সংযোজনক। সে ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে আল নাসেরে ক্যারিয়ার শেষ করবে না, ইউরোপে ফিরবে সে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসেরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। কদিন আগে আল ইতিহাদের কাছে সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। তারপর থেকে সৌদি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়