টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, খেলছেন মোস্তাফিজ
আইপিএলের এবারের আসরের ৩৯তম ও নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুল। ডিউ ফ্যাক্টরের কারণে তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে আগে ব্যাট করবে চেন্নাই।
চেন্নাইর একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। রাচিন রবীন্দ্রকে রাখা হয়েছে একাদশের বাইরে। সুযোগ পেয়েছেন ড্যারিল মিচেল। যথারীতি খেলছেন তাদের দুই পেস ব্যাটারি মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। লক্ষ্ণৌর একাদশে কোনো পরিবর্তন নেই।
৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে পঞ্চম স্থানে। আজ জিতে এগিয়ে যাওয়ার সুযোগ উভয় দলের সামনে।
চেন্নাইর একাদশ:
রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, মঈন আলী, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।
লক্ষ্ণৌর একাদশ:
কুইন্টন ডি কক, লোকেশ রাহুল, মার্কাস স্টয়েনিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আইয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসিন খান ও যশ ঠাকুর।
ঢাকা/আমিনুল