ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দারুণ শুরুর পরও ১১৭ রানের লক্ষ্য দিয়ে থামলো বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২ মে ২০২৪   আপডেট: ১৮:১১, ২ মে ২০২৪
দারুণ শুরুর পরও ১১৭ রানের লক্ষ্য দিয়ে থামলো বাংলাদেশ 

একপ্রান্ত থেকে দিলারা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। বরাবরের মতো খেই হারিয়ে শেষটা ভালো করতে পারেনি, মাঠ ছাড়তে হয়েছে চ্যালেঞ্জিং পুঁজি না গড়েই।

সিলেটে আজ বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে মাত্র ১১৭ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ জয় নিশ্চিত করতে ভারতকে করতে হবে ১১৮ রান।

আরো পড়ুন:

সর্বোচ্চ ৩৯ রান আসে দিলারার ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার মাত্র ২৭ বলে ৩৯ রান করেন। তার ঝড়ো ইনিংসে ভর করে পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ৪৩ রান করে। দিলারার ইনিংসটি সাজানো ছিল ৫টি চারের মারে।

সপ্তম ওভারের তৃতীয় বলে মুর্শিদা খাতুনের আউটে ভাঙে ওপেনিং জুটি। তিনে নেমে অধিনায়ক জ্যোতি ধীরগতির ইনিংস খেলেন। ৩৬ বলে ২৮ রান করেন এই ব্যাটার। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৫ রান।

এই তিন জন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের মুখ দেখেননি। রানের খাতা খোলার আগে ফেরেন ফাহিমা খাতুন-শরিফা খাতুন। ৭ রনে অপরাজিত ছিলেন রাবেয়া খান।

ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, পূজা ভস্ত্রকার ও শ্রেয়াংকা পাটিল।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়