ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিছিয়ে পড়েও ফাইনালে মোহামেডান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৭ মে ২০২৪  
পিছিয়ে পড়েও ফাইনালে মোহামেডান

এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার (০৭ মে, ২০২৪) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে সাদা-কালো শিবির।

এদিন প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি মোহামেডান। গোল পায়নি পুলিশও। বিরতির পর ৪৮ মিনিটে হঠাৎ গোল খেয়ে বসে আলফাজের শিষ্যরা। এ সময় ফ্রি কিক পায় পুলিশ। ফ্রি কিক থেকে মরিয়ভের পাঠানো বলে ওকতামোভ হেডে নিয়ে গোল করে এগিয়ে নেন দলকে।

আরো পড়ুন:

এরপর অবশ্য সম্ভিত ফিরে যায় মোহামেডান। ৬৮ মিনিটের মাথায় ইমানুয়েল সানডের গোলে ম্যাচে ফেরে সমতা। আর ৭৮ মিনিটে সানডের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন ইমন। তাতে এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। নিশ্চিত করে ফেডারেশন কাপের ফাইনাল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়