ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

‘সাকিব দুষ্টুমি করেছে, জিম্বাবুয়ের সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৬ মে ২০২৪   আপডেট: ২০:১১, ৬ মে ২০২৪
‘সাকিব দুষ্টুমি করেছে, জিম্বাবুয়ের সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি না’

কদিন আগে সাকিব আল হাসান বলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজ দেখে বিশ্বকাপের চিন্তা করলে বড় ভুল হবে। সঙ্গে এটাও বলেছিলেন, এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয়। 

সোমবার (৬ মে) সাকিবের মন্তব্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। এ সময় তিনি সাকিবের বিপরীতমুখী মন্তব্য করেন।  

‘(সাকিব) এমনেই বলেছে আমার ধারনা। কারণ আমি বলি, যদি তাই হতো আমার তো মনে হয় ও (সাকিব) টি-টোয়েন্টিও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারতো। ও তো ওডিআই (ঢাকা লিগ) বেছে নিয়েছে বিশ্বকাপের আগে। আমার মনে হয় দুষ্টুমি করেছে আপনাদের সাথে।’

এর আগে সাকিব বলেছেন, ‘দেখুন জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা, ওখানে আমরা আসলে যত বেশি চাপ মানিয়ে নিতে পারবো, ততো ভালো করার সম্ভাবনা আছে।’

‘অবশ্যই জিম্বাবুয়ের সাথে খেলা আদর্শ না। আপনি যখন একটা শক্ত প্রতিপক্ষের সাথে খেলে যাবেন; নিউ জিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে যখন নিউ জিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলে (২০২২) বিশ্বকাপে খেলতে গিয়েছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেদিক থেকে মনে হয় এটা অবশ্যই আদর্শ না। মনে হয় এটাই আমাদের সেরা সম্ভাব্য অবস্থান ছিল প্রস্তুতি নেওয়ার জন্য।’

সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখলেও বিসিবি সভাপতি তা মনে করেন না। এর আগে গত বিশ্বকাপে বাংলাদেশ নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে।

পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি দেখি না। উদাহরণ হিসেবে বলি, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কী এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দিবো? এটার (বিশ্বকাপের প্রস্তুতি) সাথে এটার (জিম্বাবুয়ে সিরিজের) কোনো সম্পর্ক নাই।’ 

তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে বিসিবি সভাপতি বিবেচনা করছেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপায় হিসেবে, ‘আর আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশনের কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রিপারেশনের কিছু নাই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়