ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব পালন করবেন যারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২২ মে ২০২৪  
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব পালন করবেন যারা

বিশ্বকাপ হোক কিংবা মাহদেশীয় কাপ। যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন কিছু। উত্তেজনার পারদ তুঙ্গে। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

আগামী ৯ জুন রাতে নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন যারা তাদের তালিকা বুধবার (২২ মে, ২০২৪) প্রকাশ করেছে আইসিসি।

এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও রডনি টাকার। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি।

বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা:
ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরা, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শহিদ সৈকত, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারিদের তালিকা:
ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ