ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২৪ মে ২০২৪   আপডেট: ০৯:৪২, ২৪ মে ২০২৪
টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি বাংলাদেশের

লড়াইটা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে। দুই দলই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম হারের দ্বারপ্রান্তে ছিল। তাতে ক্যারিবীয়দের টপকে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শততম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের (৯৯) চেয়ে পিছিয়ে ছিল। টানা দুই হারে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল।

বিশ ওভারের ক্রিকেটে ১৬৮টি ম্যাচ খেলে ১০০টিতে হারা বাংলাদেশের ৪টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বাকি ৬৪ ম্যাচে এসেছে জয়। তালিকায় দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৯৩টি ম্যাচ খেলে ৯৯টিতে হেরেছে। ৯৮ হার নিয়ে তিনে শ্রীলঙ্কা ও ৩৫ হার নিয়ে চারে আছে জিম্বাবুয়ে। ৯০টী ম্যাচ হেরেছে পাঁচে  থাকা নিউ জিল্যান্ড।

মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশই হেরেছে বাংলাদেশ। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ ম্যাচই হেরেছে তারা। ৫২.১২ শতাগশ হার নিয়ে তিনে আছে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার হারের হার ৫১.৮৫ শতাংশ। ৫১.২৯ শতাংশ হার উইন্ডিজের।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়