ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

সিরি-আ সেরা বিশ্ব জয়ী মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৫ মে ২০২৪   আপডেট: ১৩:১৮, ২৫ মে ২০২৪
সিরি-আ সেরা বিশ্ব জয়ী মার্টিনেজ

ইতালিয়ান সিরি-আ তে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। দলের ২০তম লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। দলকে শিরোপা জেতানোর স্বীকৃতি হিসেবে এবার সিরি-আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ফরোয়ার্ড।

সিরি-আ’র ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার। শুক্রবার (২৪ মে) নিজেদের ওয়েবসাইটে আসর সেরাদের নাম ঘোষণা করে সিরি-আ। তাতে প্রথমবারের মতো মৌসুম সেরার স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী মার্টিনেজ।

ইতালির শীর্ষ লিগে ৩৩ ম্যাচে ২৪ গোল করে সর্বোচ্চ স্কোরার তিনিই। এদিকে মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন ভ্লাহোভিচ। সেরা মিডফিল্ডার হয়েছেন হাঁকান কালহানোগলু, সেরা ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক। মুনসার মিশেল দি গ্রেগোরিও।

আগামী রোববার সিরি-আ’তে নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচ শুরুর আগে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়