ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

বিশ্বকাপ শেষ মুজিবের, সুযোগ পেলেন জাজাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৫ জুন ২০২৪  
বিশ্বকাপ শেষ মুজিবের, সুযোগ পেলেন জাজাই

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে আফগানিস্তান। এর মধ্যেই দুঃসংবাদ পেল তারা। ইনজুরির কারণে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা বোলার মুজিব-উর-রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটার হযরতউল্লাহ জাজাই। এরইমধ্যে বদলির অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে মাঠে নেমেছিলেন মুজিব। এরপর  আঙুলের চোটে আর মাঠে নামা হয়নি তার। ওই ম্যাচে চার ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন।

মুজিবের বদলি হিসেবে একজন ব্যাটার নিয়ে সুপার এইটের আগে নিজেদের শক্তি বাড়ালো আফগানিস্তান। দলে আগে থেকেই আছেন লেগ স্পিনার নূর আহমেদ। জাজাইকে দলে নিয়ে ব্যালেন্স ধরে রাখলো তারা।

আরো পড়ুন:

আফগানিস্তানের হয়ে ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন হজরতউল্লাহ জাজাই। ১৩৩.২২ স্ট্রাইক রেটে জাজাই রান করেছেন ১১৩৯। তিন ফিফটির পাশাপাশি আছে একটি সেঞ্চুরিও। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের হয়ে খেলেছেন এই বাঁহাতি।

চলতি বিশ্বকাপে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। টানা তিন ম্যাচ জিতে যেন উড়ছে তারা। গ্রুপের শেষ ম্যাচে সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর সুপার এইটে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়