ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ২ জুলাই ২০২৪  
প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

রোমানিয়ার বিপক্ষে ইউরোর শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও রোমানিয়া। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। রোমানিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে নেদারল্যান্ডস।

ম্যাচের ২০ মিনিটে কোডি গাকপো গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে জাভি সিমন্সের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান গাকপো। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কমলা রঙের জার্সিধারীরা।

আরো পড়ুন:

শুধু গোল নয়, প্রথমার্ধে বল দখলেও বেশ এগিয়ে ছিল ডাচরা। ৭৩.৪ শতাংশ বলের দখল ছিল রোনাল্ড কোম্যানের শিষ্যদের কাছে। ২৬.৬ শতাংশ বলের দখল ছিল রোমানিয়ার কাছে। নেদারল্যান্ডস ৭টি দারুণ আক্রমণ শানিয়েছিল। তার মধ্যে ২টি শট ছিল অন টার্গেটে। তার একটি থেকে গোল হয়। রোমানিয়াও ৪টি শট নিয়েছিল। তার একটি ছিল গোলমুখে। প্রথমার্ধে নেদারল্যান্ড ১০টি কর্নার পায়। রোমানিয়া পায় মাত্র ১টি।

এই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে ১৬ বছর পর কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে। আর রোমানিয়া জিতলে ২৪ বছর পর যাবে শেষ আটে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়