ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনস্রোতে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৪ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫১, ৪ জুলাই ২০২৪
জনস্রোতে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

উৎসব শুরু হয়ে গিয়েছিল গত শনিবারই যেদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। বার্বাডোজের টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা সব জায়গাতেই হয়েছে ক্রিকেট উৎসব। পরদিনই মেন ইন ব্লুদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু বার্বাডোজের বৈরী আবহাওয়ার কারণে তাদের অপেক্ষা, উৎসব দীর্ঘায়িত হয়। 

অবশেষে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল পৌঁছায় নিজ দেশে। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট তাদের নিয়ে আসে দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্য সাক্ষাতের পর পুরো দল চলে আসে মুম্বাই। এখানেই আসল উৎসব। যেখানে জনগনের ভালোবাসায় সিক্ত হন রোহিত, কোহলিরা। বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ভক্ত, সমর্থকদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনো কমতি ছিল না। মুম্বাইয়ে আরব সাগরের তীরে নামে সমর্থকরদের জন সমুদ্র।

আরো পড়ুন:

এছাড়া ওয়াংখেড়ে  স্টেডিয়ামে তাদের দেওয়া হয় সংবর্ধনা। যেখানে ৪৫ হাজার দর্শক উপস্থিত থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেন। এক নজরে সেসব স্থিরচিত্র দেখা যাক, 

 

ট্রফি হাতে হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের লোকাল বয়। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রান নিতে দেননি এই পেস বোলার। 

 

মানুষের ভালোবাসার ঢলে উৎসব জনসমুদ্রে পরিণত হয়। 

 

ওয়াংখেড়ের গ্যালারি হাউসফুল

 

পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল।

 

ভারতীয় দলের জন্য বিশেষ চ্যাম্পিয়ন জার্সি

 

দিল্লি এয়ারপোর্টে রোহিত, কোহলি, সূর্যকুমার, পান্ত, বুমরাহরা।

 

জনস্রোতে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

ভারতীয় দলের চ্যাম্পিয়ন বাস

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়