ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রেন স্ট্রোক করা নাফিস ইকবালের অবস্থা স্থিতিশীল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০৪, ৫ জুলাই ২০২৪
ব্রেন স্ট্রোক করা নাফিস ইকবালের অবস্থা স্থিতিশীল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস ইকবাল ব্রেন স্ট্রোক করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস। এর আগে বিকেল  ৪টা নাগাদ নাফিসকে ঢাকা আনা হয়। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হবে। সেখানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন:

জানা গেছে সকালে সিভিয়ার (গুরুতর) ব্রেন স্ট্রোক করেন নাফিস। এরপরই তড়িঘড়ি করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। পরিবারের পক্ষ থেকে নাফিসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ দলের সঙ্গে সবশেষ বিশ্বকাপে অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন নাফিস। দলের সঙ্গে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এরপর ছিলেন ছুটিতে। এ সময় অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ক্রিকেটার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়