ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে এগিয়েছে, ওয়ানডেতে সময় প্রয়োজন: সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে এগিয়েছে, ওয়ানডেতে সময় প্রয়োজন: সালাহউদ্দিন

টেস্ট ও ওয়ানডের তুলনায় এই বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের সঙ্গে এই বছর সবচেয়ে বেশি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তাই পারফরম্যান্সের বিবেচনায় টি-টোয়েন্টিকেই বেশি মূল্যায়ন করতে হচ্ছে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বেশি খেলার কারণ দলটা গুছিয়ে এসেছে এবং দলটি ধারাবাহিক সাফল্যও পাচ্ছে। সব মিলিয়ে ৩০ ম্যাচে ১৫ জয়, ১৪ হারকে সঙ্গী করে বছর শেষ করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটে জয়-পরাজয়ের হিসেব বিবেচনায় সফলতম বছর কাটিয়েছে বাংলাদেশ। জয়-পরাজয়ের অনুপাত ১.০৭১। গড় ২৩.৩২। গত বছর ২৪ ম্যাচে ১২ জয় ছিল বাংলাদেশের। হেরেওছিল ১২ ম্যাচ। জয়-পরাজয়ের অনুপাত ছিল ১.০০০। গড় ২০.৮০। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের পারফরম্যান্সের ধারাবাহিকতা, আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই কাজে লাগবে বাংলাদেশের। সালাহ উদ্দিন সেই কথাই বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি যেভাবে করতে চেয়েছি মোটামুটি কাছাকাছি পৌঁছেছি। একেবারে বলবো না যে, আমরা অনেক সাফল্য পেয়ে গেছি। কিন্তু যতটুকু সাফল্য আসছে, এটা টি-টোয়েন্টি থেকেই আসছে।’’

আরো পড়ুন:

এর পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি, ‘‘আমরা প্রতিনিয়ত সিরিজ খেলেছি একটার পর একটা এবং একটা পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়েছি। বিশ্বকাপের পরিকল্পনা করে আমরা এগিয়েছি। এখনো হয়তো উন্নতির আরো কিছু জায়গা আছে। কিন্তু আমাদের যতগুলো সিরিজ ছিল এখান থেকে হয়তো কিছু ফল আসছে। ব্যাটসম্যানরা তাদের রোল অনুযায়ী খেলতে পেরেছে। অনেক সময় হয়তো অনেক ব্যাটসম্যান তার রোল অনুযায়ী পারফর্ম করেনি। কিন্তু তারা অন্তত জানে তাদের কি করতে হবে। আমার মনে হয় যে টি-টোয়েন্টি দলটা একটা ভালো অবস্থায় আছে।’’

এছাড়া সাদা পোশাকে এবারে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভালোই। ৬ ম্যাচে ৩টিতে জিতেছে। হেরেছে ২টি। ড্র হয়েছে ১ টেস্ট। টেস্ট ক্রিকেট নিয়ে সালাহ উদ্দিন বলেছেন, ‘‘টেস্ট দলে আমাদের বরাবরই আমাদের একটু অভিজ্ঞ ব্যাটসম্যান আছে এবং দলটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে, এটাও (টেস্ট দল) আমরা দিনকে দিন উন্নতি করছি। কমবেশি ফল আসছে।’’ বাংলাদেশের ভাবনার আকাশে কালো মেঘ ভর করেছে ওয়ানডে ক্রিকেট। এই বছর ১১ ওয়ানডের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ৭ ম্যাচ। টাই হয়েছে ১টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ওয়ানডেতে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে।

সালাহ উদ্দিন পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো করার জন্য সময় চাইলেন, ‘‘ওয়ানডেটা আমরা অনেক দিন পর পর সিরিজ খেলছি। এখানে ফল আসছে না। আমাদের চার-পাঁচজন যারা ছিল তারা অনেকদিন ওয়ানডে ক্রিকেট খেলেছে। ওই জায়গাটা আমাদের আসলে পূরণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে। ওই জায়গাগুলো যখন ছেলেদের একটু অভিজ্ঞ হয়ে যাবে তখন মনে হয় যে আমরা ওয়ানডেতেও ভালো খেলবো। সামনের বছর আমাদের অনেক ওয়ানডে সিরিজ আছে। সেখানে আমরা দ্রুত জায়গাগুলো মেক আপ করতে পারব।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়