ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোহীন ম্যাচে জয় পায়নি আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৩ ডিসেম্বর ২০২৪  
রোনালদোহীন ম্যাচে জয় পায়নি আল নাসর

এএফসি চ্যাম্পিয়নস লিগে সোমবার রাতের ম্যাচে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া ২০১১ সালের চ্যাম্পিয়ন কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে জয়ও পায়নি নাইটসরা। তাদের ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কাতারের ক্লাব আল সাদ।

অবশ্য আল নাসর আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল। সে কারণে সবশেষ তিন ম্যাচে পাঁচ গোল করা রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

আরো পড়ুন:

ম্যাচে অবশ্য প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে আল সাদের আকরাম আফিফ গোল করে এগিয়ে নেন দলকে। যিনি নভেম্বরে এশিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

ম্যাচের ৮০ মিনিটের মাথায় আল সাদের রোমাইন সাইস আত্মঘাতি গোল করে সমতা ফেরান। সেই সমতা নিয়ে ম্যাচ চলে ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু যোগ করা সময়ের নবম মিনিটে (৯০+৯) আল সাদ পেনাল্টি পায়। এ সময় আফিফকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আদম ওনাস গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে আল সাদ। সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে আল নাসর আছে তৃতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়