ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়োর্কার জালে বার্সেলোনার গোল উৎসব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:০৬, ৪ ডিসেম্বর ২০২৪
মায়োর্কার জালে বার্সেলোনার গোল উৎসব

মৌসুমের শুরুতে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বার্সেলোনা মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে। টানা তিন ম্যাচ পয়েন্ট হারানোর পর তাদের প্রয়োজন ছিল একটি জয়। রিয়াল মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করে ভালোভাবেই জয়ের ধারায় ফিরলো হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচটি তারা জিতেছে ৫-১ ব্যবধানে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তোরেস। প্রথমার্ধেই মায়োর্কাকে সমতায় ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন রাফিনহা। এরপর স্কোরারের খাতায় নাম লেখান ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্টর।

আরো পড়ুন:

ম্যাচের শুরু থেকে নতুন বার্সেলোনাকে দেখা যায়। একের পর এক আক্রমণ করে যায় তারা। তাতে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় কাতালান দলটি। দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতর ক্লিয়ারের চেষ্টা করেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বল পেয়ে শট নেন ফেরান, গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়।

এরপর গোলরক্ষক বরাবর মেরে সুযোগ মিস করেন ফেরান। ২১তম মিনিটে রাফিনহার পাস বক্সে পেয়ে বাইরে মারেন লামিনে ইয়ামাল। ৪৩তম মিনিটে সমতা ফেরায় মায়োর্কা। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে পাস দেন পাবলো মাফিও, ফাঁকা জালে বল পাঠান মারিকি।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালকে বক্সে ফেলে দেন মায়োর্কার এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রাফিনহা। ৭৪তম মিনিটে ইয়ামালের চমৎকার পাস পেয়ে আলতো টোকায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৭২তম মিনিটে জালের দেখা পান ডি ইয়ং। ৮৪তম মিনিটে ইয়াংয়ের কাট-ব্যাক পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ভিক্টর। এরপর আর গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো বার্সেলোনা। ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।  

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়