রিয়ালের ৪ তারকা ফুটবলার নিষিদ্ধ
লা লিগায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) একসঙ্গে চারজন প্রথম দলের খেলোয়াড়কে ঘরোয়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো। এমনটাই নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষের ম্যাচে আচরণগত কারণে এই শাস্তি পেয়েছেন তারা।
রোববার (০৭ ডিসেম্বর) সেল্টার মাঠে ২-০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। কিন্তু জাবি আলোনসোর দলের দুর্দশা কেবল স্কোরলাইনেই থামেনি। ম্যাচ চলাকালীন এবং পরবর্তী বিক্ষোভে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রান গার্সিয়া, আলভারো কাররেয়ারাস, এন্ডরিক এবং দানি কার্ভাহালকে।
ফ্রান গার্সিয়া ও কাররেয়ারাস দুজনই ম্যাচ চলাকালীন দুটি করে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। অন্যদিকে এন্ডরিক ও দানি কার্ভাহালকে বেঞ্চ থেকে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি এবং প্রতিবাদের কারণে দেখানো হয় সরাসরি লাল কার্ড। তিন দিন অপেক্ষার পর অবশেষে তাদের শাস্তির দৈর্ঘ্য জানা গেল।
কোপে’র সাংবাদিক আরাঞ্চা রদ্রিগেস জানিয়েছেন, এন্ডরিক, দানি কার্ভাহাল এবং কাররেয়ারাসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রান গার্সিয়ার ওপর আরোপিত হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। লা লিগার পরবর্তী রাউন্ডগুলো সামনে রেখে রিয়াল মাদ্রিদের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা।
ঢাকা/আমিনুল