ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ মুহূর্তের ঝড়ে কাতালান ডার্বি জিতল বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৪ জানুয়ারি ২০২৬  
শেষ মুহূর্তের ঝড়ে কাতালান ডার্বি জিতল বার্সা

হার মানতে নারাজ এস্পানিওল যেন দুর্ভেদ্য এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তবে নব্বই মিনিটের লড়াইয়ে শেষ কয়েক মিনিটের ম্যাজিকই ম্যাচের ভাগ্য গড়ে দিল। দানি ওলমো আর রবার্ট লেভানদোভস্কির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে চিরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নতুন বছর জয় দিয়ে শুরু করল বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে গেল হান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার রাতে এস্পানিওলের মাঠে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখায় বার্সেলোনা। তবে প্রতি-আক্রমণে বার্সার রক্ষণভাগকে কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকরা। বিশেষ করে ২০ মিনিটে রবার্তো ফের্নান্দেস গোলরক্ষক গার্সিয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে বেঁচে যায় বার্সা। অন্যদিকে, লামিনে ইয়ামাল ও রাফিনিয়ারা একের পর এক আক্রমণ করলেও এস্পানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ছিলেন অতন্দ্র প্রহরী। প্রথমার্ধ গোলশূন্য থাকায় ম্যাচে নাটকীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে লড়েছে দুই দল। ৭১ মিনিটে এরিক গার্সিয়া সহজ সুযোগ হাতছাড়া করলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে কাতালানরা। তবে ৮৬ মিনিটে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন দানি ওলমো। ফের্মিন লোপেসের বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে এক বুলেট গতির শটে জাল কাঁপান তিনি। এস্পানিওল যখন সমতায় ফিরতে মরিয়া, ঠিক ৯০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কি।

এই জয়ের ফলে টানা ৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় আর এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।

বার্সেলোনা: ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট (১ম স্থান)।
রিয়াল মাদ্রিদ: ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট (২য় স্থান)।
এস্পানিওল: ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট (৫ম স্থান)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়